থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার মৌসুম পূর্ববর্তী প্রথম প্রস্তুতি ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মেলবোর্ন ভিক্টরি ক্লাবের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ ব্যবধানের জয় পেয়েছে টেন হাগের শিষ্যরা।
নিজেদের মাঠে মেলবোর্ন ভিক্টরি ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায়। এ সময় এ-লিগের দলটির ক্রিস্টোফার ইকোনোমিডিস সতীর্থ বেন ফোলামির সহায়তায় গোল করে এগিয়ে নেন দলকে। এই গোল তারা এগিয়ে থাকে ৪২ মিনিট পর্যন্ত। ৪৩ মিনিটের মাথায় ম্যানইউর স্কট ম্যাকটোমিনে গোল করে সমতা ফেরান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+১ মি.) অ্যান্থনি মার্শাল সতীর্থ অ্যান্থনি এলেঙ্গার সহায়তায় গোল করে এগিয়ে নেন দলকে।
বিরতির পর ৭৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান হয় ৩-১। তাকে গোলে সহায়তা করেন এরিক বেইলি। শেষ মুহূর্তে (৯০ মি.) মেলবোর্ন ভিক্টরির এডমন্ড লুপানকু নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply