বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা কাস্টমসে হয়রানি প্রতিরোধে এনবিআরের নির্দেশনা গণঅভ্যুত্থানে শহীদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ এক লাখ বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে হাসিনা সরকার ২ স্বতন্ত্র পরিচালক পেল ডিএসই লংকাবাংলা ফাইন্যান্স, মাস্টারকার্ড ও প্রিয়শপ এর যৌথ উদ্যোগে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মির্জা ফখরুল আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন রেমিট্যান্স হাউসগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৭ Time View

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। 

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ২০-৩০ বছর বয়স (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য)।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

পদের নাম: শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা)

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস। ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ১৮-২৬ বছর বয়স।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে। চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার-এটিএসএম (পুরুষ) 

পদ সংখ্যা: নির্ধারিত না। 

যোগ্যতা: বিবিএ/এমবিএ/এমবিএস পাস। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। চমৎকার যোগাযোগ পারদর্শিতা থাকতে হবে। মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 

বয়সসীমা: ২৩-৩০ বছর বয়স।

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন। বছরে ২টি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনটেনসিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাসের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবনবৃত্তান্তসহ নির্ধারিত ঠিকানায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও তারিখ জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS