নিজস্ব প্রতিনিধি (ছবি) হাসু : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদকবিরোধী দিবস-২০২২ উপলক্ষ্যে আগামী ২৬ জুন রবিবার, সকাল ১২টায় “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু-কিশোরদের সমন্বয়ে কঙ্কালের মুখোস,ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডসহ এক বর্ণাঢ্য মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। International Day Against Drug Abuse and Illicit Trafficking বা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ এর উক্ত মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, “প্রত্যাশা” মাদক বিরোধী সংগঠনের সাধারন সম্পাদক হেলাল আহমেদ। মানববন্ধনে উপস্থিত বক্তারা রাজধানীসহ সারাদেশে অবৈধভাবে গড়ে ওঠা সীসা-বার উচ্ছেদ করার জোর দাবী জানানো হয়। এয়াড়া সম্প্রতি মদের লাইসেন্স ও মদের বার এর জন্য লাইসেন্স প্রদানের ঘোষণা বাতিলসহ মদ বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply