বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী এতে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ২৫ শতাংশ।
শুক্রবার (১৭ জুন) সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফল প্রকাশ করে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।
এদিকে ২৭ জনের ফল অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এগুলোর ফল প্রকাশ করবে বার কাউন্সিল। যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ভাইবা।
সবগুলো ক্যাটাগরি শেষ করে আইনজীবী হিসেবে সনদ নিয়ে নিজ নিজ বারে (আইনজীবী সমিতিতে) প্র্যাকটিস করবেন তারা। বর্তমানে সারাদেশে প্রায় ৬০ হাজার আইনজীবী রয়েছেন।
                                
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply