আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী (প্রাথমিক) পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন অংশ নেবেন চূড়ান্ত ভর্তি পরীক্ষায়।
শনিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৩ জন প্রাক–নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রাক–নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৫১৭ এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply