আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
দীর্ঘ সময় পর এই সফরের ওয়ানডে ও টি-২০ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে আছেন মুস্তাফিজুর রহমান। তবে পবিত্র হজ পালনের জন্য এই সফরে থাকবেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। টেস্টের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আগামী ৩ জুলাই, ৪ জুলাই ও ৮ জুলাই যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর আগামী ১০ জুলাই, ১৩ জুলাই ও ১৬ জুলাই দুই দলের মধ্যে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান।
ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।
টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply