শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন সংবাদেও নড়েনি পরিবেশ অধিদপ্তর: সাভারের হারুলিয়া গ্রামে অবৈধ টায়ার কারখানার বিষাক্ত ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র মহান চাহরম শরীফ অনুষ্ঠিত পাহাড় কেটে বিপিসির ভবন নির্মাণ : কাজ বন্ধ অভিযানে শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনে আলহাজ্ব শুক্কুর মাহামুদ ও মোজাম্মেল হকের অবদান অবিস্মরণীয় মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিবচরে বিভিন্ন ফসলের মাঠে মধু আহরনে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষীরা সাতক্ষীরায় বাঙ্গালের মোড়ে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুল রউফের নির্বাচনী পথসভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায়- ডেপুটি জেলার বরখাস্ত দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

আবুল কাশেম রুমন
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি: সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন। বিএনপির প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বরন করছেন ভোটারদের কাছে।

এদিকে এক পথ সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে  (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি।

বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমানকে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছেন।

বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (২৯ ও ২৮ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত ভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদী ভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মনে রাখবেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠান বৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল  হোসেন কাশেমী,সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ইস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ- স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর শিপন, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল আজিজ মুন্না, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সহ-সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুন আহমদ  মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম আহমদ, সাধারণ সম্পাদক আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছন আহমদ, আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সিলেট জেলা ছাত্রলদের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান নাঈম, সাধারণ সম্পাদক সাহেল আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের মুরুব্বি আক্তার হোসেন রেজু, শাহজাহান হোসেন চৌধুরী, আজাদ আহমদ, ছানা মিয়া, জুবের আহমদ, নইব আলী, আসাদ মাস্টার, নানু মিয়া, ফয়জুল হক, হাুন মিয়া, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির আহমদ, সদস্য ইমরান হোসেন, ইমতিয়াজ মাহিন, নয়ন আর রহমান, মাহিন আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS