বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এনএসইউ সরস্বতী পূজায় ভিভোর প্রাণবন্ত উপস্থিতি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘর রূপগঞ্জে দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীকের গণসংযোগ  সঠিক সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে সহায়ক: ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন বন্দর উন্নয়নে এডিবির সহায়তা কামনা, আশ্বাস দিলেন কান্ট্রি ডিরেক্টর Price Sensitive Information of Baraka Patenga Power Limited

সাতক্ষীরার বল্লীতে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ওমর ফারুক বিপ্লব
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বল্লী হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে আপনাদের সাথে নিয়ে কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করুন। সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে সকল খাল খনন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবনসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি বিএনপির ইউছুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মহিতুর ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বল্লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নের নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

বল্লীতে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে বল্লী হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বল্লী হাইস্কুল মাঠের নির্বাচনী জনসভাস্থল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS