বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ‘Employees Wellness Day-2026’ আয়োজন এনএসইউ সরস্বতী পূজায় ভিভোর প্রাণবন্ত উপস্থিতি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘর রূপগঞ্জে দিপু ভুঁইয়ার ধানের শীষ প্রতীকের গণসংযোগ  সঠিক সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে সহায়ক: ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন বন্দর উন্নয়নে এডিবির সহায়তা কামনা, আশ্বাস দিলেন কান্ট্রি ডিরেক্টর

কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক স্মরণকালের সর্ববৃহৎ ২৮০০ টন পণ্যচালানের নিলাম সম্পাদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট ও এর ফলে উদ্ভূত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিলামের মাধ্যমে বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় কাস্টমস অকশন শেডে দীর্ঘদিন ধরে রক্ষিত “Used Dredger Steel Pipe, Rubber Hose, Fittings & Accessories” প্রায় ২৮০০ টন পণ্য E-Auction এর মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে পণ্যচালানটির নিলাম কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ড এর E-Auction ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয়। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক উক্ত নিলামে মোট ১৩ জন বিডার অংশগ্রহণ করেন।

সর্বোচ্চ ৯,২৭,৫০,০০০/-(নয় কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) বিড মূল্যে উক্ত পণ্যচালানটি বিক্রয় করা হয়। বিডমূল্য, ভ্যাট ও আয়করসহ সর্বমোট ১১,৫৯,৩৭,৫০০/-(এগারো কোটি ঊনষাট লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা) পরিশোধের পর বিডারের অনুকূলে পণ্যচালানটির খালাস সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে, আলোচ্য পণ্যচালানটি পণ্যের পরিমাণ বিবেচনায় কাস্টমস হাউস, চট্টগ্রামের ইতিহাসে নিলামকৃত সর্ববৃহৎ পণ্যচালান। আলোচ্য নিলাম কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন কাস্টমস অকশন শেডের সিংহভাগ স্থান খালি করা সম্ভব হয়েছে, অন্যদিকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণ নিশ্চিত হয়েছে এবং বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা এসেছে।

অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাস্টমস হাউস, চট্টগ্রাম নিয়মিতভাবে E-Auction কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS