বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকরণে ১২ই ফেব্রুয়ারি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে: তারেক রহমান পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সামিট অ্যালায়েন্স চুয়াডাঙ্গার কোর্ট মোড় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করলো কমিউনিটি ব্যাংক গাজীপুরে র্যা বের অভিযান জাল টাকার কারখানা থেকে আটক -৩ ভোটের অধিকার বনাম ভাতের লড়াই! আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : কুমিল্লায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ নেত্রকোনায় জামায়াত কর্মীর প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন রাজীবপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে মোরগ-মুরগি বিতরণ ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে সাতক্ষীরা-২আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

গাজীপুরে র্যা বের অভিযান জাল টাকার কারখানা থেকে আটক -৩

মোঃ সুলতান মাহমুদ
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরে একটি জাল টাকার কারখানায় অভিযানে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট এবং বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-১।

গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামক একটি ভবনে অভিযান চালিয়ে গাজীপুর জেলার দত্তপাড়া গ্ৰামের আ: আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার, শক্তিপুর বাজার এলাকার আ: সালামের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৩), ময়মনসিংহ জেলার, হাতিম এলাকার মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১) কে গ্ৰেফতার করেছে র্যাব-১

অভিযানের সময় আসামিদের নিকট থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪ টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ এবং ১টি পেপার কাটার মেশিন,স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন,বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি এবং ১০ রীম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট এবং আঠাসহ অন্যান্য উপকরণ সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। নগদ ১৯০০ টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি ৫ তলা ভবনের ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১১:২৫ মিনিটে র্যাব-১-এর একটি আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। সেখানে আসামিদের জাল টাকা ছাপানোরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিল। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তাদের বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা ছিল।

আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS