মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরে একটি জাল টাকার কারখানায় অভিযানে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট এবং বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামক একটি ভবনে অভিযান চালিয়ে গাজীপুর জেলার দত্তপাড়া গ্ৰামের আ: আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার, শক্তিপুর বাজার এলাকার আ: সালামের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৩), ময়মনসিংহ জেলার, হাতিম এলাকার মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১) কে গ্ৰেফতার করেছে র্যাব-১
অভিযানের সময় আসামিদের নিকট থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪ টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ এবং ১টি পেপার কাটার মেশিন,স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন,বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি এবং ১০ রীম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট এবং আঠাসহ অন্যান্য উপকরণ সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। নগদ ১৯০০ টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি ৫ তলা ভবনের ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১১:২৫ মিনিটে র্যাব-১-এর একটি আভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। সেখানে আসামিদের জাল টাকা ছাপানোরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিল। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তাদের বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা ছিল।
আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved