
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করা প্রকল্প এর আওতায় ০৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ এর আয়োজন করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি সোমবার সদর ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ও কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে, বাঁচবে জাতি। তারই পরিপ্রেক্ষিতে, বর্তমানের কৃষিকে কিভাবে আরও নিরাপদ ও টেকসই কৃষিতে পরিণত করা যায় এবং কৃষকদের কিভাবে আরো স্বনির্ভর ও লাভবান করা যায় । সে বিষয়গুলো সামনে রেখে আমাদের মন্ত্রণাল বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যা অল্প কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা করছি। কৃষিকে আমরা সার্বজনীন কৃষিতে পরিণত করতে চাই। এ সময় তিনি , ময়মনসিংহ চর এলাকার কৃষক গ্রুপের মাঝে, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতার সেচ সহায়ক যন্ত্রপাতি ও ক্যানভাস পাইপ বিতরণ করেন। একই সাথে তিনি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্য উপস্থি কৃষক-কিষানীদের উদ্দেশ্যে বলেন ,আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এদেশের কৃষক কৃষানীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমরা যে টেকসই কৃষিতে পরিণত হতে যাচ্ছে তা শুধু আপনাদের কারণেই সম্ভব হয়েছে। আপনাদের কারণেই বাংলাদেশের কৃষি আজ রপ্তানিযোগ্য কৃষিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের কৃষি মেলা , কৃষিকে সহজিকরণের অন্যতম মাধ্যম, কৃষি উন্নয়নে এই ধরনের মেলার আয়োজন আমাদের বেশি বেশি করতে হবে। যাতে করে আমাদের কৃষক- কৃষাণীরা কৃষি সম্পর্কিত ভিন্ন ভিন্ন ধারণা পায়।
মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply