রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫পরিবারের সর্বস্ব ভস্মীভূত ময়মনসিংহ নগরীতে মসিকের অর্থায়নে শতাব্দীর প্রাচীনতম পানির কল সংরক্ষণ হাইকোর্টে সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা; কুড়িগ্রাম-২ ও ৩ আসনে একাই লড়বেন হাঁস প্রতীক নিয়ে ফলসহ আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ার মূল কারণ ডলারের দর: এনবিআর চেয়ারম্যান বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিল পোশাক খাতকে সংকটে ফেলছে: বিজিবিএ আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উদযাপন জাইকার আয়োজনে মাইলস্টোন স্কুলে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ শুরু অ্যাম্বাসি ফুটবল ফেস্ট এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফ্রান্স-জার্মানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে হাক্কানি পাল্প

আকিজ এসেনসিয়াল চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ শুরু

মোহাম্মদ তারেক
  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড অক্জি এসেনশিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনিগুঁড়া চালের নতুন ক্যাম্পেইন ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। রোববার রাজধানীর আকিজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরেই উৎসবমুখর রান্নার একটি বিশেষ আবহ থাকে, আর বিয়েবাড়ির রান্না সেই আবহের সর্বোচ্চ প্রকাশ। ‘প্রতিবারই বিয়ে বাড়ি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই, ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়ে বাড়ির সেই বিশেষ স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন। আকিজ এসেনসিয়াল। চিনিগুঁড়া চালের মান ও বিশুদ্ধতায় আমরা কোনো আপস করি না”।

আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ এসেনসিয়াল সুগন্ধি চিনিগুঁড়া চাল উৎপাদনে আমরা বিআর-৩৪ ধান সংগ্রহ করছি দিনাজপুর থেকে, যা এই চালের জন্য অত্যন্ত বিখ্যাত। আকিজ এসেনশিয়ালস এর নিজস্ব কারখানায়-রাজশাহীর ফলোয়ারা এইম সিনস লিমিটেড এবং নওগাঁর চারিরা এমো প্রিহিটেড সুইজারল্যান্ডে তৈরি আধুনিক মেশিনের মাধ্যমে চাল প্রক্রিয়াজাত করা হয়। আমাদের শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম নিশ্চিত করে প্রতিটি দানার উৎকৃষ্ট মান, দীর্ঘস্থায়ী অ্যারোমা এবং রান্নার পর নরম ও ঝরঝরে টেক্সচার বিয়েবাড়ির রান্নার অনুভূতি ঘরেই এনে দেয়”।

আকিজ রিসোসের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ এসেনশিয়াল চিনিগুঁড়া চাল আকারে ছোট, সরু ও সুগন্ধযুক্ত দানার জন্য পরিচিত। পোলাও, বিরিয়ানি ও পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবার রান্নার জন্য এটি বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্যকর ও বিশুদ্ধ এই চাল বর্তমানে ১ কেজি ও ৫ কেজিসহ বিভিন্ন প্যাকেজে সারা দেশে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, সিএফও সাবিহা ইয়াসমিন ও চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম সহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS