শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা আলমডাঙ্গায় শরিফের নির্বাচনী জনসংযোগ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন গণভোট ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় সচেতনতামূলক ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা শুরু এনএসইউ-তে সরস্বতী পূজায় ভিভোর স্পেশাল অফার ও গিফটস কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্সো ভরা যাবে না, নির্বাচনী প্রথম প্রচার সভায় সাইফুল হক স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে পাঁচকমলাপুর মাদ্রাসা থেকে চুয়াডাঙ্গা–১ আসনে শরিফের নির্বাচনী প্রচারণা শুরু

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্সো ভরা যাবে না, নির্বাচনী প্রথম প্রচার সভায় সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থিত ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে নির্বাচনে প্রচার সভায় বলেন, যারা কালো টাকা ও পেশি শক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব দিনের কথা। তিনি বলেন, যারা মাস্তানি ও চাঁদাবাজি করে তাদেরকে ঢাকা ১২ আসনের জনগণ প্রত্যাক্ষাণ করবেন। ইনশাল্লাহ তারেক রহমানের ভালোবাসা নিয়ে এবং কোদাল মার্কা নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবো। তিনি এসময় আরো বলেন, খুব অল্পদিন হলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। এখানে গুম হয়েছেন সাজেদুল ইসলাম সুমনসহ অনেকেই। নির্মম হত্যার শিকার হয়েছেন শহীদ কাজী আব্দুর রহমান, শহীদ মামা খোকন, শহীদ বাবলু, শহীদ ফারুক, শহীদ বিপ্লবসহ অনেকে। আমরা তাদের কাউকে ভুলবো না। তিনি বলেন, ঢাকা-১২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে গণশুনানী করবো। মানুষের সুখ, দুঃখের কথা নিজের কানে শুনবো। তৃণমূূল থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করবো। তিনি বলেন, ঢাকা-১২ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কবলে পড়ে তার মূল সৌন্দর্য্য হারিয়ে ফেলেছে, অথচ এখানে আন্তর্জাতিক মানের হাতিরঝিল রয়েছে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধি রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই আসন তারেক রহমান আমার উপর আস্থা রেখেছে। আমি জনগণকে নিয়ে তাকে ঢাকা-১২ উপহার দিবো ইনশাহ্ আল্লাহ।

২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা এবং শেরে বাংলা নগর থানা-থানাগুলোর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মী, সমর্থক, সকল অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব এল রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আকবর খান, তেজগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, নুরুল হক নুরু, রাহিমি, মহিলা দল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ারন মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, শেরে বাংলানগর থানার আহ্বায়ক নাইম, বিএনপি নেতা তসলিমা রিতা, নারীনেত্রী বহ্নি শিখা জামালী, সাবেক শ্রমিক নেতা মাহমুদুল আলম মন্টু, তোফায়েল আহমেদ, আমজাদ হোসেন, হাফিজ রহমান কবির, কাজী মজিবর রহমান, মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। সমাবেশ শেষে একটি প্রচার মিছিল কারওয়ান বাজার, নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে শেষ হয়। সাইফুল হক প্রথমে হযরত আম্বর শাহ (রহঃ) মাজার জিয়ারত করে প্রথম নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS