
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে ডাঙ্গির পাড় বাজারে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ নাঈম ইসলাম। তিনি মোস্তফা কামালের ছেলে। নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ঘুঘুর হাট কাশেম বাজার এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছালেও লাশ উদ্ধারে বাধা দেয় এলাকাবাসী। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিস সদস্যদের সামনেই নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং লাশ নাগেশ্বরী থানায় হস্তান্তরের জন্য নির্দেশনা দেয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ডাঙ্গির পাড় বাজার এলাকায় প্রতিবছর একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরেই এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের অভিযোগ, রাস্তার পাশে থাকা ৪ থেকে ৫টি বড় গাছ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। যানবাহন নিয়ন্ত্রণ হারালেই সোজা গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে, ফলে দুর্ঘটনার ভয়াবহতা বেড়ে যায়। পাশাপাশি বাজার এলাকায় কোনো স্পিড ব্রেকার না থাকায় যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, স্পিড ব্রেকার স্থাপনসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply