
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে ৭ হাজার ৪১ পিস ইয়া বাসহ তিন মাদ কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ৩ লাখ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার চরমুগরিয়ার চরখাগদী এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তার দুই সহযোগীকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন, মাদারীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার চরখাগদী এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে মো. আকতার (৪৭) তালুকদার, একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) ও মৃত মান্নান বেপারীর ছেলে মো. ইমন বেপারী (২৯)।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভোর ৪টার দিকে শেষ হয় অভিযান।
আটককৃতদের বিরুদ্ধে মাদ ক আইনে মামলা দায়ের করা হয়। পরে সদর মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। মাদ কের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চলবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply