
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা পৌরসভার গোবিন্দ নগর এলাকা হতে বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে ৩টা গাঁজার গাছসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
১৯ জানুয়ারী দুপুর দেড়টায় রোপন করা গাছসহ তাকে আটক করা হয়। বাসুদেব বর্মন ওই গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে।
আভিযানিক দলের প্রধান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসুদেব বর্মণের বসতবাড়ি থেকে ১২ ফুট উচ্চতার ৩টা গাঁজা গাছসহ আটক করে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাসের আদালতে হাজির করলে আসামীকে এক বছর চার মাস কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply