
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কসংলগ্ন সাহিদ গার্ডেনে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন দেশে বসবাসরত ব্যবসায়ীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন সে জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও ঐতিহ্যবাহী বড়বাজার জামে মসজিদের খতীব জুনায়েদ আল-হাবিবী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, অংশগ্রহণ ও আয়োজনের পরিসরের দিক থেকে এটি খুলনা বিভাগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত সবচেয়ে বড় দোয়া মাহফিল ও কুলখানি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তিনি চুয়াডাঙ্গাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া ও কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান।
এ ছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply