
মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: “যেখানে বন্ধুত্ব আছে সেখানে সহযোগিতা স্বাভাবিক, আর যেখানে মানবিকতা আছে সেখানেই মানবতার জয়”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে `সিগনেচার ৯৪`-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উদ্যান প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
দলুয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও সিগনেচার ৯৪-এর সভাপতি মো. শামীম আকতার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার (এসপিও) মো. হারুনুর রশিদ কাঞ্চন।
অনুষ্ঠানে সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের জন্য মানবিক ও সামাজিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোতাহার হোসেন মনি, ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামুন, সমাজসেবক মো. সোহেল আহমেদ, ব্যাংকার মো. শফিকুল ইসলাম শফিক, নারী বিষয়ক সম্পাদক নারগিস আক্তার কেয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ ও সদস্য রুস্তম আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সিগনেচার ৯৪ একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে। সভা শেষে এক প্রীতি বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply