
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ (জানুয়ারি) দুপুর ১২ঘটিকায়,৪ নং চিরাপাড়া ও পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদেউপজেলার স্থানীয় জনগণের অংশগ্রহণে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফ বিল্লাহ, বিআরডিবি কর্মকর্তা মাসুম খান। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন-একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়। তাই সবাইকে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের নতুন অন্তর্ভুক্ত ৩০২ জন ভুক্তভোগীর মাঝে বিডব্লিউবি কর্মসূচির আওতায় ৩০ কেজি চালের কার্ড বিতরণ করেন। একই সঙ্গে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিস্তারিত তথ্যসম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply