
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগান কে সামনে রেখে দি হাঙ্গার প্রযেক্ট এর আয়োজনে বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অন্তঃধর্মীয় সম্প্রতীতি, বাস্তবতা ও করনীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ। এতে সভাপতিত্ব করেন আগইলঝাড়া উপজেলার পিএফজি সমন্বয়কারী জেমস রিপন বাড়ই।
সংলাপের শুরুতে সকল অংশগ্রহণকারী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। ইসলাম ধর্মীয় প্রতিনিধি পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং শান্তি ও সম্প্রীতির বিষয়ে আলোকপাত করেন ইমাম মাওলানা সামসুল হক, একইভাবে পবিত্র গীতা পাঠ ও সম্প্রতির বিষয়ে আলোকপাত করেন পুরোহিত সুকদেব গোস্বামী এবং পবিত্র বাইবেল থেকে শান্তি ও সম্প্রীতির বানী শোনান রিচার্ড দিগন্ত।
আঞ্চলিক এ সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি বরিশালের পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ জনাব মোঃ নুরুল ইসলাম, সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন প্যান বরিশাল কমিটির সমন্বয়কারী সাংবাদিক ফারুক হোসেন খান। আন্তঃধর্মীয় সম্প্রতির সংলাপ, এর প্রয়োজনীয় ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার। সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্ম ভিত্তিক ভুমিকা নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম, বরিশাল শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের পরিচালক শ্রীমান অমিত গোবিন্দ দাস, চার্চ অফ বাংলাদেশ ও বিশপ বরিশাল ডায়েসিস এর ডেপুটি মডারেটর রাইট রেভাঃ সৌরভ ফলিয়া। এর পরে সম্প্রতি বজায়ে নিজ এলাকায় কাজ করার উদ্ভুদ্ধ করতে নাটিকা উপস্থাপন করা হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ঝালকাঠি পিএফজির পিস এ্যাম্বাসেডর এ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা পিএফজির এ্যাম্বাসেডর মোঃ আনিসুর রহমান হেলাল, কাঠালিয়া উপজেলা পিএফজির এ্যাম্বাসেডর মোঃ নাসির হাওলাদার, বাবুগঞ্জ নাসির হোসেন, রাজাপুর উপজেলা পিএফজি সদস্য নাসিমা বেগম সহ পিএফজি সদস্যরা ও ইয়ুথ সদস্যবৃন্দ।
সংলাপে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঘোষণা পত্র পাঠ করেন পিএফজি রাজাপুর উপজেলার কো-অর্ডিনেটর সৈয়দ হোসেন। ঘোষণা পত্রে সকলে একমত পোষন করে নিজ এলাকায় সম্প্রীতি বজায় রাখতে অংশগ্রহণকারী সকলে ঘোষণা পত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝালকাঠি সদর পিএসজি’র কো-অর্ডিনেটর ইলিয়াস সিকদার ফরহাদ, নলছিটি উপজেলা পিএফজি’র পিস এম্বাসাডর মোঃ আমির হোসেন ও ঝালকাঠি সদর পিএসজি’র পিস এম্বাসাডর নাসিমা কামাল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply