
খুলনা শিশু হাসপাতালে চি-কিৎসকের ভু-ল চি-কিৎসায় ৮ দিনের জান্নাতুল হুমাইয়ারা নামে এক শিশুর মৃ-ত্যু হয়েছে বলে অ-ভিযোগ করেছেন শিশুটির বাবা।
শিশুর বাবা আব্দুল মজিদ জানান, ১১ জানুয়ারি প্রসবজনিত ইন-ফে-কশনের কারণে রাত ৯টার দিকে খুলনা শিশু হাসপাতালে জান্নাতুল হুমাইয়ারাকে ভর্তি করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তবে আজ ১২ জানুয়ারি রাতে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. কামরান আশরাফের সঙ্গে কিছু বিষয়ে কথা কা-টা-কা-টি হয়। এর কিছুক্ষণ পর এক নার্স এসে শিশুটিকে দুটি ইন-জেকশন দেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গেই শিশুটির শরীর কা-লো হয়ে যায় এবং রাত সাড়ে ৯টার দিকে তার মৃ-ত্যু হয়।
শিশুটির মা হালিমা অভিযোগ করে বলেন, তার স্বামীর সঙ্গে ডাক্তারের কথা কা-টা-কা-টির কারণেই তার বাচ্চাকে মে-রে ফে-লা হয়েছে।
মৃত শিশুটির বাবা ও মা উভয়েই স্কুল শিক্ষক। তারা খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. কামরান আশরাফ বলেন, আগের দিন থেকে যে চি-কিৎসা দেওয়া হচ্ছিল, রাতে একইভাবে সেই একই ওষুধই দেওয়া হয়েছে। আলাদা কোনো ইনজেকশন বা নতুন কোনো ওষুধ দেওয়া হয়নি।
খুলনা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে চিকিৎসকের বিরুদ্ধে অ-ভিযোগ উঠেছে, তার বিষয়ে সঠিক ত-দন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় মৃ-ত শিশুটির পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অ-ভিযোগ দায়ের করা হয়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply