
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গাজীপাড়া গ্রামে ১২ জানুয়ারী সোমবার সরকারের প্রচারার্থে বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত এক উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
উঠান বৈঠকে গণভোট সম্পর্কে “বাংলাদেশ পল্লী ফেডারেশন” এর নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক মো. আরফান আলী সেশন পরিচালনা করেণ। হ্যাঁ এবং না ভোট উপর রাষ্ট্র গঠনের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কথা তুলে ধরা হয়।
এছাড়াও আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক স্বপন।
গণভোট উদ্ভূতকরণের জন্য এই উঠান বৈঠক আয়োজন করা হয়েছে, যাতে মানুষের পরবর্তী সরকার ব্যবস্থা পরিচালনা জবাবদিহীতার উপর পরিচালিত হয়। কোন অনিয়ম যাতে না ঘটে ভোট একটি পবিত্র, ভোটের উপর রাষ্ট্রের উন্নয়ন অবধারিত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply