
বাগেরহাটের ফকিরহাটে কনকনে শীতে খোলা আকাশের নিচে কর্মরত নারী কৃষি ও মৎস্য শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কর্মজীবী নারীদের বিশেষ উদ্যোগ। উপজেলার চারটি ইউনিয়নে শতাধিক অসহায় ও দরিদ্র নারী শ্রমিকের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়েছে।
শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি কষ্টে পড়েন মাঠে কর্মরত কৃষি ও মৎস্য খাতের নারী শ্রমিকরা। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে WDW ও RCC প্রকল্পের পক্ষ থেকে মানবিক এই উদ্যোগ নেওয়া হয়। উপজেলার পিলজংগ, লখপুর, বাহিরদিয়া মানসা ও নলদা মৌভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
কর্মসূচিটি বাস্তবায়নে সরাসরি উপস্থিত থেকে নারী শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মিম ও রোমানা খাতুন। তারা জানান, প্রতিকূল পরিবেশে কাজ করা এই নারী শ্রমিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও প্রায়ই অবহেলিত থাকেন। তাদের সুরক্ষা ও সুস্থতার কথা বিবেচনায় রেখেই ১০০টি উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণকালে আয়োজক প্রতিনিধিরা বলেন:
“শীত মৌসুমে কৃষি ও মৎস্য খাতের নারী শ্রমিকরা কঠিন পরিবেশে কাজ করেন। তাদের সামাজিক সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যানে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
কম্বল পেয়ে আবেগপ্লুত হয়ে এক নারী মৎস্য শ্রমিক বলেন, “হাড়কাঁপানো শীতে ভোরে কাজে বের হতে খুব কষ্ট হতো। এই কম্বলটা পেয়ে আমাদের অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
স্থানীয় সচেতন মহলের মতে, কর্মজীবী নারীদের এই মানবিক উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও প্রকল্পভিত্তিক এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply