
গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আকাশ নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১২.০০টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এক রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। বিভিন্ন অপকর্মের জন্য সে ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো, কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত। গ্রেফতার আকাশ মূলত এখানে ভাঙারীর ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোডের অবস্থায় এমোনেশনসহ পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply