
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর আজ ২৯ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ঢাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রায়হান কবীর কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত, মাওলানা মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র।
উল্লেখ্য যে, রায়হান কবীর দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত সমস্যা সহ নানাবিধ জটিল সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি কয়েকবার দেশের বাইরে গিয়েও চিকিৎসা সেবা নিয়েছেন।
গত ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা যুবদলের নেতাকর্মীসহ অংশগ্রহণ করেন।
এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
নেতাকর্মীরা চিকিৎসার জন্য দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা যুবদলসহ সর্বস্তরের মানুষের শোকের মাতম চলছে। নেতাকর্মীরা বলেন, রায়হান কবীর অত্যন্ত দায়িত্বশীল, ন্যায়পরায়ণ নিরহংকার ও স্নেহশীল মনের মানুষ।
রায়হান কবীর কুড়িগ্রাম যুবদলের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
তার এই অসময়ে চলে যাওয়া নেতাকর্মীরা কোনভাবেই মেনে নিতে পারছেন না।
কুড়িগ্রাম জেলা যুবদল এক অপূরণীয় শূন্যতা অনুভব করছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply