
মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর প্রতিনিধি: ২৭ ডিসেম্বর -২০২৫ শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সদস্য সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ করলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ১২ হাজার করে ১১ জনকে এবং ১ জনকে ৮ হাজার টাকা মোট ১ লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা অনুদানের চেক বিতরণ করতে গিয়ে বলেন, সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। প্রবীনরা সমাজে বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের মূল্যায়ন করতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
এসময় কমিটির নির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসনাত রহমান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply