শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামায়াত দেশে শান্তি চায়নি কখনো : মোমিন মেহেদী নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে পূর্বাচল ৩শ ফুট সড়ক পরিচ্ছন্ন করেছেন নেতাকর্মীরা ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত ভালুকায় দীপু দাস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সোম–মঙ্গলবার থেকে ৫ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত সাম্প্রদায়িক হামলার দাবি প্রত্যাখ্যান, গণপিটুনি নিয়ে সরকারের ব্যাখ্যা মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান সোমবার আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

মকবুল হোসেন
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: তরুণ শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান আর এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ময়মনসিংহে ভোটের গাড়ির সফর শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারে ভ্রাম্যমাণ ভোটের গাড়িআজ ২৫ডিসেম্বর বৃ্হস্পতিবার সকাল আটটায় নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম এ সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান। শব্দযন্ত্র স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করতে শীতের সকালেও জনমানুষের পদভারে মুখরিত হয় সার্কিট হাউজ মাঠ।

প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তা দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’ -এমন সব দেশের গান আর নির্বাচনী ভিডিও প্রদর্শনী মানুষের মন কেড়ে নেয়।

ভোটের গাড়ির সদস্যরা ক্যারাভানের পাশেই স্থাপন করে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা লেখনী বোর্ডে তাঁদের মন্তব্য লেখেন। অনুষ্ঠান শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কাজে নিয়োজিত জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলতি সফরসূচি অনুসারে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহের অন্যান্য উপজেলাগুলো সফর করবে এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান।

এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS