
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ঢাকা ময়মনসিংহের রেলপথে গফরগাঁও রেল স্টেশন ও রেললাইন সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।
আজ ২২শে ডিসেম্বর সোমবার বেলা ১২টা থেকে বাংলাদেশ রেলওয়ে উপসচিব বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহার নেতৃত্বে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পাশ্ববর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উক্ত উচ্ছেদ অভিযানে গফরগাঁও থানা পুলিশ, গফরগাঁও সেনা ক্যাম্প, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা পুলিশ,রেলওয়ে পুলিশ ও স্থানীয় স্টেশনমাষ্টার সহ অন্যান্য কর্মচারী সহযোগীতা করেন।
আজ দুপুর ১২টা হতে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে ২০টির অধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল স্টেশন ও রেললাইনের প্বার্শবর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপর অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলো কতিপয় ব্যক্তিরা।তাই রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদঅভিযান শুরু করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply