
নিথর দেহে চুপসে গেলো
সাজিদ নামের ফুল,
গভীর নলকূপের মুখ খুলে
আমরাই করেছি ভুল।
এমন ঘটনা আগেও ঘটেছে
আবার কেন তবে?
বারেংবার আমাদের ভুলে
তাজা প্রাণ ঝরে ভবে!
প্রযুক্তির আর দোষ কি বলো
দোষ কেন ফায়ারসার্ভিসে?
গাফেল ছিলো কূপের মালিক
নবশিশু মরলো পিষে।
যার গেছে কেবল সেই বুঝেছে
সতর্কতার কিসের সমান,
একটু সতর্ক হলেই পরে ভবে
বেঁচে যেতো একটি প্রাণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply