সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বি-বার্ষিক নতুন কমিটির গঠন জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে: তারেক রহমান জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান ও এমডিসহ ৩৪ জনের বিরুদ্ধে ১৯৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ চুয়াডাঙ্গায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৩ মামলা চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক প্রদান করলো বিআরটিএ লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫, চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা নড়াইল-১ আসনে পরিবর্তন ও ন্যায়ের প্রত্যয়ে পূর্ব সমাবেশে নেতৃবৃন্দের আহ্বান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর শোকবার্তা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বিশাল সাফল্যের পর এবার জাপানের মানুষের হৃদয় জয় করতে প্রস্তুত বিওয়াইডি সিলায়ন ৬। নতুন যুগের এই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) নির্ভরযোগ্যতা ও টেকসইয়ের দিক থেকে অন্যতম হওয়ায় এবার নিজের মাটিতে জাপানের নিজস্ব গাড়ির ব্র্যান্ডগুলো (জেডিএম) তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ল। জাপানের বাজারে বিওয়াইডির নিজস্ব ‘ডিএম-আই’ সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি বিওয়াইডি সিলায়ন ৬ এ মাসের শুরুতে উন্মোচন করা হয়েছে।

জাপানের বাজারে প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) এসইউভি হিসেবে বিওয়াইডি সিলায়ন ৬ নিয়ে আসা হয়েছে। অত্যাধুনিক হাইব্রিড এই গাড়িটি ইভির সম্পূর্ণ স্বভাবসুলভ নীরবতা ও স্মুথ ড্রাইভিং নিশ্চিত করে। পাশাপাশি, ক্রেতাদের লাইফস্টাইলের নানান রকম চাহিদা পূরণে দীর্ঘ দূরত্ব স্বাচ্ছন্দ্যে পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে।

গাড়িটি দুই গ্রেডের কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি), যা দীর্ঘ ড্রাইভিং রেঞ্জের ওপর জোর দেয়; অন্যটি অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি), যা মাত্র ৫.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা অ্যাক্সিলারেশনের মাধ্যমে স্পোর্টি এসইউভি পারফরম্যান্স প্রদান করে। সিলায়ন ৬ মডেলের গাড়িটিতে ১৭ বছরেরও বেশি সময় ধরে বিকশিত সুপার হাইব্রিড ডিএম-আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১.৫ লিটার হাই-এফিশিয়েন্সি ইঞ্জিন, ডিএম-আই ডেডিকেটেড ব্লেড ব্যাটারি ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম (ইএইচএস)। এই প্রযুক্তি ড্রাইভিংয়ের বেশিরভাগ সময় মোটরকে সক্রিয় রাখে, ফলে সুস্থির রাইডের পাশাপাশি, জ্বালানি সাশ্রয় হয়।

এফডব্লিউডি মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ইভি মোডে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর দীর্ঘ ভ্রমণে ইঞ্জিন পাওয়ার জেনারেশন ও মোটর ড্রাইভের সঠিক সমন্বয় রেঞ্জ সম্পর্কিত দুশ্চিন্তা কমিয়ে এনে সত্যিকারের আধুনিক ইলেকট্রিক পাওয়ারট্রেইন অভিজ্ঞতা নিশ্চিত করে।

নান্দনিকতার দিক থেকেও, এর ডিজাইনে বিওয়াইডির ওশান সিরিজের নিজস্ব ওশান-ইন্সপায়ারড থিম ব্যবহার করা হয়েছে। গাড়িটির সামনে রয়েছে ওশান এক্স ফেস ডিজাইন, আর ভেতরে আধুনিক ইন্টেরিয়রকে সমৃদ্ধ করেছে ব্রাউন হাইলাইট, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও মেরিন-থিমযুক্ত স্পোর্টস সিট; যার সামনের সিটগুলোতে রয়েছে হিটিং ও ভেন্টিলেশন সুবিধা। এতে আরও রয়েছে ক্রিস্টালসদৃশ ইলেক্ট্রনিক শিফটার ও সেন্ট্রাল কনসোলে ডুয়েল ওয়্যারলেস চার্জার, যা গাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে ১৫.৬ ইঞ্চি হাই-রেজ্যুলুশন ডিসপ্লে সহ সর্বাধুনিক ইনটেইনমেন্ট সিস্টেম;। যেখানে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ডুয়েল ওয়্যারলেস চার্জিং ও উন্নত ভয়েস কন্ট্রোল সুবিধা রয়েছে। পিএইচইভি হিসেবে এর চার্জিং সক্ষমতাও বেশ শক্তিশালী। এটি সর্বোচ্চ ৬ কিলোওয়াট এসি ও ১৮ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে জরুরি পরিস্থিতি বা আউটডোর অ্যাকটিভিটিজের সময় বাইরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম ভেহিকল-টু-লোড (ভিটুএল) ও ভেহিকল-টু-হোম (ভিটুএইচ) ফিচার ব্যবহার করা হয়েছে।

গাড়িটির উপযোগিতা আরও বাড়াতে এতে যুক্ত করা হয়েছে- হিটেড স্টিয়ারিং হুইল, হাই-সাউন্ড-ইনসুলেশন উইন্ডোজ, প্যানোরেমিক সানরুফ ও ৪২৫ লিটারের ভার্সেটাইল কার্গো স্পেস, যা পেছনের সিট ভাঁজ করলে ও সমতল লোডিং ফ্লোরে সর্বোচ্চ ১,৪৪০ লিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

আঞ্চলিক বাজারে ব্যাপক সাফল্যের পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬-এর সম্প্রসারণ বিওয়াইডির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক। সিলায়ন ৬-এর এই সম্প্রসারণ বিশ্ববাজারে হাইব্রিড এসইউভির গুরুত্ব আরও বৃদ্ধি করবে এবং সারা বিশ্বে নিউ এনার্জি ভেহিকল খাতে বিওয়াইডির নেতৃত্বকে আরও এগিয়ে নিবে।

উল্লেখ্য, বিওয়াইডি বাংলাদেশ এ বছরের ফেব্রুয়ারিতে সিলায়ন ৬-এর এফডব্লিউডি ভার্সনটি দেশের বাজারে এনেছিল। এটি ২০০ ইউনিটেরও বেশি বিক্রি হয় এবং দেশে পিএইচইভি সেগমেন্টে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS