হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অন্তরর্বতী কালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষনা করায় ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনের তফলি ঘোষনার আগেই মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্তাশীরা এ আসনে আ”লীগ দৃশ্যত অনুপস্থিত থাকায় নির্বাচনী প্রতিযোগীতা মুলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। ঠাকুরগঁও-২ আসনটি বালিয়াডাঙ্গী-হরিপুর কাশিপুর,ধর্মগড় ইউনিয়ন আসনটি আ”লীগের দুর্গে পরিচিত র্দীর্ঘদিন আ“লীগের দখলে ছিল।
তবে ফ্যাস্টি আ”লীগের পতনের পর দাড়িপাল্লা প্রতিক নিয়ে বেশ শক্ত অবস্থান তৈরী করেছে জামায়তে ইসলামী। অন্য দিকে বিএনপির র্প্রাীথিরা বিভক্ত হয়ে ধানের শীষ প্রতিক পেতে নিজ নিজ পরিশ্রম করছেন। বসে নেই জুলাই গণ অভুথ্যান পরর্বতী সময়ে গড়ে উঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরীক পাটি (এনসিপি ) এ আসনে দলটির প্রার্থী লড়বেন বলে গুনজণ রয়েছে।
এ আসনটিতে মোট ভোটার ৩৩৬, ১৭৭ জন পুরুষ ভোটার ১৭৩, ০৭৩ জন নারীর ভোটার ১৬৩, ১০৩জন তৃতীয় লিংগ ১ জন, ভোট কেন্দ্র..বালিয়াডাঙ্গী ৫৪ টি, হরিপুর ৩৬টি, র্ধমগড় কাশিপুর ১৪টি, মোট ১০৪টি। ১৯৯৬ সালে আলহাজ মোঃ দবিরুল ইসলাম ৪৮,৩৪৪ টি ভোট পায়, জুলফিকার মুর্তজা চৌধুরী (তুলা)২১,৩১৪ টি, আসাদুজ্জামান (বাবু) ২৮,৭৫৭ টি, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ১৪,৯৩৩ টি ভোট পায়। অপর দিকে ২০০১ সালে দবিরুল ইসলাম ৬২৪৮৩ টি, সুরেশ চন্দ্র শিং ১৬৫৬৫ টি, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ৫৭,১৯৬ টি ভোট পায়। অপর দিকে ২০০৮ সালে দবিরুল ইলাম ১ লক্ষ দুই হাজার ৮৩৩টি, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ৯৮,৪৫৬ টি ভোট পায়। র্নিবাচন অফিস সুত্রে জানা যায়। এ ছাড়াও তৃতীয় লিংগের ১ জন ভোটার রয়েছে। স্মভাব্য এসব প্রার্থী এলাকায় বিভিন্য সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী জলসা, তাফসীর মাহফিল, খেলাধুলা সহ সব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। চষে বেড়াচ্ছেন প্রতিটি গ্রাম পাড়া মহল্লা থেমে নেই অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার ও তঁরা প্রার্থী পরিচয়ে ভোটার দের দোওয়া ও সর্মথন চাইছেন ।তবে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা গ্রপিং ও আধিপত্ত বিস্তারে সংগঠনিক শক্তি র্দুবল হচ্ছে বলে মনে করছেন তৃনোমুল নেতা র্কমীরা।
তবে জুলাই গণঅভুথান পরর্বতীসময়ে ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিদন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলাশাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম তিঁনি র্নিবাচনী মাঠে বেশ সক্রিয়। সড়ক ও হাটবাজারে ফেস্টুন ব্যানার এবং পোষ্টার সাটিয়েছেন তিঁনি । আসনটিতে এবার চমক দেখাবেন বলে ধারনা করছেন স্থানীয় জনসাধারণ এ আসনের প্রবিন ভোটাররা বলছেন বিএনপি থেকে ডাঃ আব্দুস সালাম / জেড র্মুতুজা চৌধুরী তুলা ,অন্য যে, কোন প্রার্থীর সাথে হাডা হাডি লড়ায় হবে । তাছাড়া বিএনপির এক সময়ের মিত্র প্রার্থী জামায়াতের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশী।নিজ দলে গ্রুপিংয়ের অভিযোগ জনমতে দলটিকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অন্যদিকে ভোটারদের কাছে ক্লিন ইমেজের একক প্রার্থী নিয়ে আধিপত্ত দেখাচ্ছে জামায়াতে ইসলামী ।
এনসিপি নতুন দল হিসেবে তরুন ভোটারদের কিছুটা নজর কাড়লেও সাধারন মানুষের কাছে পরিচিতি পাইনি বলে জানান তারা।
এ ব্যাপারে জামাতের সেক্রেটারী মাওলানা রমিজ উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সহিত যোগাযোগ করলে বলেন জনপ্রিয়তা সততা ও আদর্শে দিক দিয়ে বিবেচনা করা হয় । তাহলে এ আসনে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের বিকল্প নাই। জনগন তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জনগন এবার র্দুনীতি ও সন্ত্রাস মুক্ত স্বচ্ছ ইমেজের প্রার্থীকেই বিজয়ী করবেন। অপর দিকে বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের মোঃ নফিল উদ্দিন ও হুমায়ন আরো অনেকে জানান যে,এবার আমরা এই গ্রামের বেশীর ভাগ জনসাধারণ দাড়ি পাল্লায় ভোট দেওয়ার সিধান্ত নিয়েছি।সংবাদ লেখার আগ পর্যন্ত বিএনপি ঠাকুরগাঁও -২ আসনে তাদের দলিয় প্রার্থীর নাম প্রকাশ করেবিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply