এক ঝাঁক ফুটবলপ্রেমীদের তত্ত্বাবধানে ঢাকা যুব ক্রীড়া সংস্থার আয়োজনে রোমে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা।
মোট বারোটি দলের অংশগ্রহণ ছিল এবারের প্রতিযোগিতায়। ফাইনাল খেলাটিতে অংশগ্রহণ করে বিডি রোমা ফুটবল ক্লাব ও বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব। দুই পক্ষের তুমুল লড়াইয়ে শেষ পর্যন্ত তিন গোলে বৃহত্তর সিলেটকে পরাজিত করে বিডি রোমা ফাইনালের কাপ টি নিয়ে ঘরে ফিরে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন আগামী তে আরো বড় পরিসরে এই আয়োজনকে এগিয়ে নেওয়ার অভিপ্রায়ে কমিউনিটির সকলের সহযোগিতা চেয়েছেন। সেই সঙে দাবী ছিল নিজেদের জন্যে একটি খেলার মাঠের
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব তারিকুর রহমান পাশা। তিনি বাংলাদেশি যুবকদের জন্যে একটি খেলার মাঠের প্রয়োজনীয়তায় দূতাবাসের সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
খেলার মাধ্যমে মানসিক স্বস্তি, শারীরিক সুস্থতা ধরে রাখার পাশাপাশি একটি সুস্থ ও মানবিক বোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে এমন ই বলেছেন উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। তারা ঢাকা যুব ক্রীড়া সংস্থা কে প্রবাসের মাটিতে ফুটবল খেলার চর্চাকে আদরনীয় করে রাখার জন্য ধন্যবাদ জানান।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বৃহত্তর ঢাকার সভাপতি আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা মোঃ সেলিম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার ইতালির পরিচালক সাজ্জাদুল কবির, ঢাকা যুব ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা জসিমউদ্দিন ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব এর মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হাসান লিখন, সামির হোসেন সাদেক, মজির উদ্দিন, অলিউর তালুকদার, বাবুল হোসেন, সাব্বির আহমেদ, জামিল উদ্দিন, আরমান উদ্দিন স্বপন, গৌসুজ্জামান গেন্দু শাকিল, মুসলিম মিয়া, হাসান আহমেদ আমিন মাহমুদ ছাড়া ও অনেকে।
এদিকে ঢাকা যুব ক্রীড়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজয় কর, রাজ কাজী, স্বপন হাওলাদার, মামুন রোভেল, আরিফ আহমেদ আরিফিন এবং খেলার ধারাভাষ্যকার সাংবাদিক জায়েদুল হক সোহেল সহ অনেকে।
আয়োজনের বিশেষ সহযোগিতা অন্যতম ভাবে ছিলেন কম্বো রেস্টুরেন্ট এবং লঞ্চ বার মন্থে ভেরদে সামির হোসেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply