মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে একাধিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করছেন,ইউনিয়নে মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলন থেকে শুরু করে সালিস,বিচারের নামে অর্থ আদায় পর্যন্ত নানা বিষয়ে চেয়ারম্যানের নাম উঠে আসছে।
মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার অভিযোগ, স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান শাহ আলমের ঘনিষ্ঠজন ও চাচাতো ভাই নিরব এলাকায় মাদক কারবারে জড়িত এবং তিনি চেয়ারম্যানের প্রভাব ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। অভিযোগ আরও রয়েছে, চেয়ারম্যানের বাড়ির পাশে একটি ইটভাটায় জুয়ার আসর বসানো হয়। সেখানে পাহারাদার হিসেবে দায়িত্বে থাকা খোকন নামের এক ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে এলাকায় নিরীহ মানুষের ওপর নির্যাতন, হুমকি ও সালিসের নামে অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির একটি সক্রিয় চক্র রয়েছে। তাদের দাবি, চেয়ারম্যান শাহ আলম বিগত সময় তিনি রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে এসব কার্যক্রমে পরিচালনা করে আসছেন । সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিচারকার্যে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে, ইউনিয়নের সালিস–বিচারের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। ভুক্তভোগীদের দাবি—কাজিরহাট থানার কিছু সদস্যকে প্রভাবিত করে এসব অনিয়মকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
গোপনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
কিছু বাসিন্দা অভিযোগ করেছেন, বরিশাল–৪ আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী হিসেবে চেয়ারম্যান শাহ আলম এলাকায় গোপনে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা,এসব কার্যক্রম যেকোনো সময় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
হাইব্রিড রাজনৈতিক চক্রের সম্পৃক্ততার অভিযোগ,স্থানীয়রা আরও অভিযোগ করেন, একটি তথাকথিত বিএনপির হাইব্রিড রাজনৈতিক গ্রুপের সঙ্গে সমন্বয় করে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি, স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় অস্থিরতা আরও বাড়তে পারে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply