সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ১০ দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন মাইগ্রেশনের দাবি আইচি মেডিকেলের ১৫০ শিক্ষার্থীর ভৈরবে হাসপাতালে ভর্তির পর খোঁজ নেননি পরিবার, ৪৮দিন পর ব্যক্তির মৃত্যু আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ মেট্রোরেলে ১৮ দিনে আয় ২০ কোটি টাকা

হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৯ Time View

হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে পাকা রাস্তায় খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুত্বর আহত হয়েছে। আহত ২ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৫ মে দুপুরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবির ঝুমুর আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফিরোজা( ৫৫) তার ছেলে ফেরদৌস( ৩৫)। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।


এ ঘটনায় সামসুল হক বাদী হয়ে হাসেম আলীকে প্রধান আসামী করে আরো বারো জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনায় অভিযুক্ত হাসেম আলী প্বার্শবতী পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নেরনবীনগর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।


অভিযোগ ও সরেজমিনে জানা যায়,সামসুল হকের স্ত্রী তার বাড়ীর সামনের পাকা রাস্তায় খড় শুকাতে গেলে এতে বাধা প্রদান করেন হাসেম আলী ও তার লোকজন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত হাসেম আলী ও তার ভাই ইউনুস আলী বাঁশের লাঠি দিয়ে ফিরোজা বেগমকে এলোপাথাড়ি মারধর করে ।


এঘটনা দেখে ছেলে ফেরদৌস মাকে বাঁচাতে ছুটে এলে তাকেও বেধরক মারপিট করে আহত করা হয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্ত হাসেম আলীর সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ প্রতিনিধির ফোন রিসিভ করেননি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS