দিনাজপুর প্রতিনিধি: “আসুন নেশা ছেড়ে, সুস্থতার পথ ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ হাইক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স এর সার্বিক সহযোগিতায় মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ বাজার পর্যন্ত যায় এবং প্রায় এক ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা হাতে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে “মাদককে না বলুন”, “নেশা নয়, খেলাধুলাই হোক জীবনের অংশ” প্রভৃতি শ্লোগান দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়, গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদাম চন্দ্র দাস, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স বীরগঞ্জ প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কা, শিক্ষিকা সীমা রানী, ভলান্টিয়ার প্রদীপ রায় এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায় বলেন, “মাদক এক নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকেই নয়, গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের আজ থেকেই প্রতিজ্ঞা করতে হবে — কোনো অবস্থাতেই নেশার কাছে মাথা নত করা যাবে না।”
প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার বলেন, “বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কর্মসূচি চালিয়ে আসছে। আমরা চাই প্রতিটি বিদ্যালয় থেকে মাদকবিরোধী আন্দোলনের সূচনা হোক। তরুণরাই পারবে নেশামুক্ত সমাজ গড়তে।”
আলোচনা শেষে শিক্ষার্থীরা একসঙ্গে শপথ নেয়,“আমরা নেশা করব না, অন্যকেও নেশা করতে দেব না। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।”
দিনব্যাপী এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। বক্তারা এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান, যাতে আগামী প্রজন্ম মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয় এবং একটি নেশামুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply