বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে লকডাউনকে সামনে রেখে নাশকতা: আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

লিটন পাঠান
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২-নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একাধিক টিম পৃথক অভিযানে নামে। উবাহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পৌর শহরের মধ্যবাজার এলাকায় হবিগঞ্জ সদর থানা ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে আবুল কালাম আজাদকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ  সূত্রে জানা গেছে।

গ্রেফতার হওয়া আবুল কালাম আজাদ আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিলেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর বা নাশকতার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আইন নিজের গতিতেই চলবেৎতিনি আরও বলেন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। এর আগে অভিযানের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী এবং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS