দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি মা একটি চিরকুট লিখে রেখে তার জন্ম দেওয়া শিশু কন্যাকে ফেলে চলে যায়া। সংবাদ পেয়ে শিশুটির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহার পাঠায়।
গত ৪ নভেম্বর দুপুরে ওই কন্যা শিশুটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে জন্ম নেয়। ওই দিন সন্ধ্যার পর শিশুটির পাশে একটি চিরকুট লিখে রেখে শিশুর মা চলে যায়।
এ সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নজরে পড়লে তার নির্দ্দেশে নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সেলের সদস্য ব্যারিষ্টার কায়সার কামালের সহায়তায় ওই কন্যা শিশুর জন্য তিনি উপহার সামগ্রী প্রদান করেন।
হাসপাতালের পরিচালক ডাঃ মো. ফজলুর রহমান শনিবার রাত ১১ টায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় ডাঃ মো. রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীগুলো ওই নবজাতক শিশুর জন্য প্রদান করেন।
হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির শারীরিক অবস্থা একটু খারাপ। আমরা নবজাতক শিশুটি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাকে পৃথক কক্ষে রেখে চিকিৎসা সেবা সহ যত্ন নেওয়া ব্যবস্থা করেছি।
হাসপাতালের পরিচালক বলেন, আমরা শিশুটিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছি। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই অবস্থায় শিশুটি আগে সুস্থ করে তুলতে হবে। তার পর কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে জেলা প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শিশুটি প্রদান করা যেতে পারে বলে তিনি জানায়। এখন পযর্ন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাচ্চাটিকে রাখা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply