মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে আজ চূড়ান্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার ৮ই নভেম্বর সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনে এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, আলোচনা সভা ও কমিটি গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিততে সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে গঠিত নতুন কমিটিকে অভিনন্দন জানান।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি: মো: তবারক হোসেন,সিনিয়র সহ-সভাপতি: মো: মিনহাজ উদ্দীন বিশ্বাস,সাধারণ সম্পাদক: মির্জা হাকিবুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হযরত আলী ও মোঃ আবুল কারমা,কোষাধ্যক্ষ: মো: মহিউল আলম সুজন। কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে মো: সোহরাব হোসেন (১নং সদস্য). মো: নজরুল ইসলাম,মুন্সী মোহাম্মদ ইমদাদুল হক, মো: আব্দুল করিম,মোঃ হজরত মানী, মো: আশিকুজ্জামান ওল্টু, মোঃ রবিউল হক, মো: রবিউল ইসলাম,শেখ আসাদুল হক মিকা, মো: সোহানুর রহমান, মো: শফিকুল ইসলাম,বিশ্বজিৎ সাহা, মো: কামাল উদ্দীন,মো: ইজাজ ইমতিয়াজ বিপুল,মো: ইয়ামিন আলী, মো: মাহবুবুর রহমান (ভাঃ), মো: আহসান হাবিব (ভাঃ),মো: আসাদুল হক (ভাঃ),মো: নিজাম উদ্দিন (ভাঃ),মো: জহুরুল হক (ভাঃ),মো: মেহেরাজ আলী (ভাঃ)নবগঠিত এই কমিটি চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও স্থানীয় সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply