মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ কয়েকটি থানায় একাধিক মামলার আসামি আজিজুর রহমান ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার হয়েছেন।
রোববার দুপুরে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুর রহমান ঢাকার গুলশানের বাসিন্দা।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুর রহমানের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি অভিযুক্ত।
গ্রেফতারকৃত আজিজুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকার মতিউর রহমানের ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আজিজুর রহমানকে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply