রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বি-বার্ষিক নতুন কমিটির গঠন জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে: তারেক রহমান জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান ও এমডিসহ ৩৪ জনের বিরুদ্ধে ১৯৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ চুয়াডাঙ্গায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৩ মামলা চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক প্রদান করলো বিআরটিএ লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫, চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা নড়াইল-১ আসনে পরিবর্তন ও ন্যায়ের প্রত্যয়ে পূর্ব সমাবেশে নেতৃবৃন্দের আহ্বান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর শোকবার্তা

প্রথম প্রান্তিকে ৬৯% ব্যাংকের ইপিএস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭১ Time View

করোনাভাইরাস অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত সঙ্কটের মধ্যেও পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংক চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) আগের বছরের একই সময়ের চেয়ে বেশি মুনাফা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩ ব্যাংকের মধ্যে ৩২টি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি বা ৬৯ শতাংশ ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ৮টি ব্যাংকের (২৫%) ইপিএস আগের বছরের চেয়ে কমেছে। একটি ব্যাংক গত বছর প্রথম প্রান্তিকে মুনাফা করলেও এবার লোকসান দিয়েছে। অপর ব্যাংকটি আগের বছরের মতো এবারও প্রথম প্রান্তিকে লোকসান করেছে। তবে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।

প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে ইপিএসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে এক্সিম ব্যাংকের। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ৪০০ শতাংশ। তবে গত বছর ব্যাংকটি নামমাত্র ইপিএস করেছিল। তাই ইপিএস বৃদ্ধির এই হার প্রকৃত অবস্থাকে তেমনটা তুলে ধরতে সক্ষম নয়।

অন্য ব্যাংকগুলোর মধ্যে এবার ইপিএসে সবচেয়ে বেশি ১১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ইপিএসে ৮৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক।

অন্য ব্যাংকগুলোর মধ্যে এবার ইপিএসে সবচেয়ে বেশি ১১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ইপিএসে ৮৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক।

এবার সবচেয়ে বেশি ইপিএস কমেছে আইএফআইসি ব্যাংকের, যার হার ৫৭ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা এসআইবিএলের ইপিএস কমেছে ৫৫ শতাংশ।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) গত বছর প্রথম প্রান্তিকে মুনাফা করলেও এবার লোকসান দিয়েছে।

ব্যাংকের নামইপিএস,২০২২(টাকায়)ইপিএস,২০২১(টাকায়)পরিবর্তন(শতকরা)
এবি ব্যাংক০.১৮০.১৫২০%
আল-আরাফাহ ইসলামী ব্যাংক০.৪৯০.২৬৮৮%
ব্যাংক এশিয়া১.০৬১.০৫১%
ব্র্যাক ব্যাংক০.৭৭০.৮২(৬%)
সিটি ব্যাংক০.৮৩০.৯৭(১৪%)
ঢাকা ব্যাংক০.৭৩০.৬৬১১%
ডাচ-বাংলা ব্যাংক১.৭৭১.৪৩২৪ %
ইস্টার্ণ ব্যাংক১.২৫১.০৯১৬%
এক্সিম ব্যাংক০.২৫০.০৫৪০০%
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক০.৫৬০.৩১৮১%
আইএফআইসি ব্যাংক০.১৯০.৪৪(৫৭%)
ইসলামী ব্যাংক০.৫২০.৪৫১৬%
আইসিবি ইসলামিক ব্যাংক(০.১৩)(০.১৫)—–
যমুনা ব্যাংক১.৭২১.৬০৮%
মার্কেন্টাইল ব্যাংক০.৮৬০.৬১৪১%
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক০.৭৮০.৭৪৫%
ন্যাশনাল ব্যাংক(০.১৮)০.১২
এনসিসি ব্যাংক০.৫৯০.৫২৫%
এনআরবিসি ব্যাংক০.৮৯০.৪২১১২%
ওয়ান ব্যাংক০.৪৫০.৭৯(৪৩%)
প্রিমিয়ার ব্যাংক০.৬৫০.৫৬১৬%
প্রাইম ব্যাংক০.৯২১.৩৪(৩১%)
পূবালী ব্যাংক১.১৯০.৯৮২১%
সাউথ বাংলা এগ্রি: অ্যান্ড কমার্স ব্যাংক০.২২০.১১১০০%
শাহজালাল ইসলামী ব্যাংক০.৯৮০.৬২৫৮%
স্যোশাল ইসলামী ব্যাংক০.১৪০.৩১(৫৫%)
সাউথইস্ট ব্যাংক১.৩১১.২২৭%
স্ট্যান্ডার্ড ব্যাংক০.১৩০.১৭(২৪%)
ট্রাস্ট ব্যাংক১.১৯০.৯২২৯%
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক০.২৬০.৩৮(৩২%)
ইউনিয়ন ব্যাংক০.৩৫০.২৪৪৬%
উত্তরা ব্যাংক০.৮১০.৭৫৮%

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS