মোঃরিপন শেখ জেলা প্রতিনিধি মাগুরা।
শ্রীপুরে থার্টিফাস্ট নাইটকে সামনে রেখে মাংসের বাজার চরা হয়ে উঠেছে।এই রাতটি শ্রীপুরে মানুষ নানা ভাবে উদযাপন করে থাকে। অনেকে এই রাতে পিকনিক করে আবার অনেকে ঘরোয়া ভাবে নানা আয়োজন করে।আর বাঙ্গালির উৎসবে মাংস একটি অপরিহার্য খাবার।এজন্য এই দিনটাতে মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস ক্রয়ের চেষ্টা করে।আর এই দিনটাকে লক্ষকরে মাংস ব্যবসায়ীরা মাংসের দাম কেজি প্রতি ২০-৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।আমি শ্রীপুরের কয়েক টা মাংসের দোকান ঘুরে জানতে পারলাম গরুর মাংস কেজি প্রতি ৫৫০ – ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। দুদিন আগেও গরুর মাংস কেজি প্রতি ৫০০ টাকা বিক্রি হচ্ছিল। দেশি মুরগী ৪৫০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছে।যা কয়েক দিন আগেও ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছিল। সোনালি মুরগী ৩৫০-৩৯০ টাকায়,বয়লার ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।সোনালি মুরগীতে ৩০-৪০ টাকা এবং বয়লার মুরগীতে ২০-৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পয়েছে।দাম বৃদ্ধি বিষয়ে মাংস ব্যবসায়ীদের নিকট জানতে চাইলে তারা বলেন মাংসের সরবরাহ কম এবং মাংসের চাহিদা বৃদ্ধি কারণে এমনটি হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply