শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ন্যাশনাল ব্যাংক পিএলসি প্রবৃদ্ধি, গ্রাহক আস্থা ও সেবা উৎকর্ষের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাজধানীর প্রধান কার্যালয়ে ১১ সেপ্টেম্বর ২০২৫ আয়োজিত “ম্যানেজার্স মিট”-এর মাধ্যমে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকার শীর্ষ ১১টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সভায় শাখাগুলোর সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, আমাদের শাখাগুলো কেবল সেবা কেন্দ্র নয়, এগুলোই ন্যাশনাল ব্যাংকের প্রাণস্পন্দন। প্রতিটি গ্রাহকসেবাই হলো আস্থা অর্জনের সুযোগ, উদ্ভাবনের পরিচয় এবং আমাদের আলাদা মূল্যবোধের প্রতিফলন। ন্যাশনাল ব্যাংকের শক্তি হলো এর মানুষের পেশাদারিত্ব ও নিষ্ঠা। একসাথে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, যা শুধু আর্থিক সমাধানই দেবে না, বরং গ্রাহকের স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার হবে। এইভাবেই আমরা আস্থা পুনঃস্থাপন করব এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করব।

তিনি শাখা ব্যবস্থাপকদের গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও নতুন আমানত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান, যা ব্যাংকের চলমান রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ আব্দুর রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ট্রেজারি বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ কামরুল হাসান মিঠু, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ও ইভিপি কৃষ্ণ কমল ঘোষ; কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের এসভিপি মেহেবুব হাসান, কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের এসভিপি মোঃ মিজানুর রহমান এবং এসএএমডি’র প্রধান (চলতি দায়িত্ব) মো. তারিকুল ইসলাম খান।

ন্যাশনাল ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে শক্ত ভিত গড়ে তোলার পাশাপাশি গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS