প্রবীণ রাজনীতিবিদ, কমিউনিস্ট ও লেখক বদরুদ্দিন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন জনাব বদরুদ্দিন উমর ভূল-শুদ্ধ বিবেচনায় আজীবন একটা শোষণহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার চিন্তা লালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যক্তিকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হলো।
Design & Developed By: ECONOMIC NEWS