বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ টানা পঞ্চমবারের মতো গ্রাহকদের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে হুয়াওয়ের সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন (এসডি-ওয়্যান)। এই সল্যুশন ফুল স্কোর ৫/৫ স্টারসহ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১০০% ‘উইলিংনেস টু রেকমেন্ড’ অর্জন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ‘২০২৫ গার্টনার® পিয়ার ইনসাইটস™ ‘ভয়েস অফ দ্য কাস্টমার ফর এসডি-ওয়্যান (SD-WAN)’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

বৃহস্পতিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়্যান আন্তঃসংযোগের চাহিদা পূরণ করতে পেরেছে। এটি ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান ও অপারেটরদের জন্য উপযোগী আন্তঃসংযোগও প্রদান করতে সক্ষম। বিস্তৃত সংযোগ, উন্নত মান, হাইপার-কনভারজেন্স ও বুদ্ধিমত্তাভিত্তিক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের জন্য হুয়াওয়ের এসডি-ওয়ান সল্যুশন গ্রাহকদের প্রথম পছন্দ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

হুয়াওয়ের এসডি-ওয়ান সল্যুশনের পরিচালক ওয়াং পিং বলেন, “এসডি-ওয়্যান সল্যুশন ব্যবহারকারীদের কাছ থেকে এই স্বীকৃতি অর্জন করে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। হুয়াওয়ের এসডি-ওয়ান সল্যুশনের ওপর আস্থা ও সহযোগিতার জন্য বিভিন্ন দেশের গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি জানান, হুয়াওয়ে ভবিষ্যতেও গ্রাহক-কেন্দ্রিক মনোভাব নিয়ে এর পণ্য ও সেবাগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করবে এবং গ্রাহকদের জন্য আরও বুদ্ধিমত্তাসম্পন্ন ও নিরাপদ সংযোগের অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সাথে, হুয়াওয়ে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে যাবে।

ফাইভজি, এলটিই, প্রাইভেট লাইন এবং ইন্টারনেট আপলিঙ্কের মতো বিভিন্ন আপলিঙ্কের জন্য উপযোগী হওয়ায় এটি একটি শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করে, যা সব পরিস্থিতিতে সংযোগের চাহিদা পূরণে সক্ষম। এটি ইউনিফাইড ল্যান/ওয়্যান ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীভূত ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সম্পন্ন করে। এর পাশাপাশি এটি সহজ প্রক্রিয়ায় বহু সংখ্যক ব্রাঞ্চ নেটওয়ার্ক স্থাপন করে, যা অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সকেও সহজ করে তোলে। এছাড়া এর অন্যান্য সুবিধা যেমন অ্যাপ্লিকেশন-ভিত্তিক ইন্টেলিজেন্ট ট্র্যাফিক স্টিয়ারিং এবং ওয়্যান অপ্টিমাইজেশন প্রযুক্তি উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করে। এর ফলে প্রতিষ্ঠানগুলি বুদ্ধিমত্তাযুক্ত সরল ব্র্যাঞ্চ নেটওয়ার্ক তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS