দিন দিন বেড়েই চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা । তবে ব্যবহারকারীর নিরাপত্তার ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সাইটটি।
এক মাস আগেই ইনস্টাগ্রাম ঘোষণা করেছিল, এখন থেকে সব ব্যবহাকারীকে তাদের জন্মতারিখ বাধ্যতামূলক ভাবে শেয়ার করতে হবে। কারণ ১৩ বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই আপের ব্যবহার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে মেটার সাইটটি।
এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ব্যবহারকারীদের যারা এখনো তাদের বয়সের ভেরিফিকেশন করাননি তাদের কাছে নোটিফিকেশন পাঠানো। সেখানে বলা হয়েছে যে, ইনস্টাগ্রাম ব্যবহার করার আগে নিজেদের জন্মের তারিখ জানাতে হবে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ‘বিজনেস’ হোক কিংবা ‘পেট’ সবাইকেই তাদের জন্মের তারিখ জানাতে হবে।
ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন এই পলিসির মাধ্যমে যাদের কম বয়স তাদের সাহায্য এবং সুরক্ষা দেওয়া সম্ভব হবে। যে সব কম বয়সী ব্যবহারকারীরা এই কমিউনিটিতে রয়েছে তাদের কথা ভেবেই চালু করা হয়েছে নতুন এই পলিসি।
এছাড়াও মেটা নিয়ে আসছে ইনস্টাগ্রাম ফর কিডস অ্যাপ। যদিও এই অ্যাপ সম্পর্কে তেমন কোনো তথ্যই জানায়নি সাইটটি। তবে খুব শিগগিরই বয়স ভেরিফিকেশনের কাজ শেষ করতে চলেছে তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply