শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

বিআরবি হসপিটালস-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১শে এপ্রিল বিআরবি হসপিটালস-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য সেবায় একাদশতম বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালে বর্নাঢ্য এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষনা করেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান।

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক জনাব মো. শামসুর রহমান । একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠার একাদশতম বছরেই বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে বলে বক্তারা মন্তব্য করেন এবং আগামীতেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিআরবি হসপিটালস স্পেশাল হেলথ চেকআপ ব্যবস্থা করেছে। সেবা চলবে ২১-৩০শে এপ্রিল, ২০২৫ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে প্যাথলজি এবং রেডিওলজির নির্দিষ্ট টেস্টের উপর ৩০% ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS