যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যে একটি ছোট বিমান নদীতে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়া নিউজের।
ডজ কাউন্টি শেরিফের অফিসের মতে, ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট বিমানটি রাত ৮ টা ১৫ মিনিটে নদীতে বিধ্বস্ত হয়।
শনিবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে অফিস জানিয়েছে, বিমান থেকে তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ক্যানসাসের মাউন্ড্রিজের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩); ফ্রেমন্ট নেব্রাস্কার বাসিন্দা জেফ বিটিঙ্গার (৫০) এবং ফ্রেমন্টের বাসিন্দা র্যান্ডি আমরেইন (৪৮)।
এতে আরো বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ঘটনাটির তদন্ত করবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একই রকম বেশ কয়েকটি বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটল।
গত মাসে, মিনেসোটার ব্রুকলিন পার্কে একটি একক ইঞ্জিন বিশিষ্ট বিমান একটি বাড়িতে বিধ্বস্ত হয়, যার ফলে বিমানটির একমাত্র আরোহী নিহত হন।
১০ এপ্রিল, নিউ ইয়র্ক সিটির কাছে হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন। পরের দিন, ফ্লোরিডার বোকা র্যাটনে আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়, যার ফলে বিমানের তিন আরোহীই নিহত হন।
১২ এপ্রিল, নিউ ইয়র্কের কলম্বিয়া কাউন্টিতে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply