দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কুরআনের আলো ২০২৫ অনুষ্ঠানে সেরাদের সেরা হয়েছেন হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুম (মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা), দ্বিতীয় হয়েছেন হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ (জামালুল কুরআন মাদ্রাসা ঝিনাইদহ), তৃতীয় হয়েছেন হাফেজ মুহাম্মদ শোয়াইবুর রহমান (নেত্রকোনা জামালুল কোরান মাদ্রাসা), চতুর্থ বিজয়ী হয়েছেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানিম (আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা)।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করে। টানটান উত্তেজনার মাধ্যমে অনেকটা স্নায়ু চাপের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ ফাইনাল রাউন্ড।
গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় অংশ নেন—হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুম (মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা), হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানিম (আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা), হাফেজ মুহাম্মদ শোয়াইবুর রহমান (নেত্রকোনা জামালুল কোরান মাদ্রাসা), হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, (জামালুল কুরআন মাদ্রাসা ঝিনাইদহ)।
শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হিফজুল কোরান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আব্দুল হক, আন্তর্জাতিক হাফেজ ক্বারি সিলেকশন বোর্ডে হাফেজ ক্বারি জহিরুল ইসলাম, আন্তর্জাতিক হাফেজ শোয়াইব আল আজহারী, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মো. মিজানুর রহমান।
সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগীর মধ্য থেকে প্রধান প্রতিযোগীকে বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পান তিন লাখ টাকা, তৃতীয় প্রতিযোগী দুই লাখ টাকা ও সর্বশেষ চতুর্থ প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকা। এছাড়া প্রত্যেক প্রতিযোগী সুযোগ পাবেন ওস্তাদসহ ওমরাহ পালনের সুযোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান।
এ বিষয়ে অনুষ্ঠানটির পরিচালক সাইফুল্লাহ সাইফ এনটিভি অনলাইনকে বলেন, ‘সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বাছাই করে আমরা টিভি অনুষ্ঠানের জন্য ৩৯ জনকে চূড়ান্ত করি। সেখান থেকে মাত্র চারজনকে বাছাই করা ছিল অনেক কঠিন কাজ। আমাদের বিচারকেরা এবং এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার অক্লান্ত পরিশ্রমের ফলে ফাইনাল পর্যায়ে আসতে পেরেছি।’
যার হাত দিয়ে শুরু পিএইচপি কোরানের আলো :
১৭ বছরে আগে দেশের প্রথম রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো’র অনুষ্ঠান শুরু করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। দেশের গুণিজন ২০২৪ সালের ২৩ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক এই ইসলামিক গবেষক ছিলেন হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ।
১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন এই গুণিজন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply