নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাব ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ সেন্টারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস (International Day of Mathematics) উপলক্ষ্যে পাই দিবস (π Day) উদযাপিত হয়েছে। ১৪ মার্চ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত গণিতপ্রেমী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গণিতের সৌন্দর্য ও তাৎপর্য নিয়ে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহমেদ। তিনি গণিতের গুরুত্ব ও এর অসীম সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে পাই মেমোরাইজেশন প্রতিযোগিতা, গণিত কুইজ এবং ম্যাথ টকের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে গণিতের জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে গণিতের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply